হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয়ের মাসে ১৩ জন শহীদ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিজয়ের মাসে ১৩ জন শহীদ পরিবারের নামের তালিকা তৈরি করে ৭৮ হাজার টাকা ও ২৬ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন।
বুধবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, এমপির একান্ত সহকারী মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯৭১ সালের আগস্ট মাসে হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাট বধ্যভূমিতে রাজাকারদের যোগসাজশে পাক হানাদার বাহিনী ১৪৬ জন নারী-পুরুষকে নির্মমভাবে হত্যা করে।