ঢাকাThursday , 8 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল

প্রতিবেদক
-
July 8, 2021 12:09 am
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাড়াল ১০২ জনে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে থেকে আজ বুধবার রাতে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনায় বেশি মৃত্যু হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলায়। এখানে মৃত্যুর সংখ্যা ৩৬। এর পরের সংখ্যাটি ভৈরবের। ভৈরবে মৃত্যু হয়েছে ২১ জনের। করিমগঞ্জে ৮ জন, বাজিতপুরে ৮ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ৫ জন, কুলিয়ারচরে ৫ জন, হোসেনপুরে ৪ জন, নিকলীতে ৪ জন, তাড়াইলে ৩ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭১২ জন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৬৯ জন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪১ জন। হোম কোয়ারেন্টাইনে/ আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৫৪ জন এবং হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৮৭ জন।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ১৮/২০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য করুন