ঢাকাSaturday , 26 February 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরে বাংলা ভাষার চর্চা

প্রতিবেদক
-
February 26, 2022 3:24 pm
Link Copied!

সিঙ্গাপুর থেকে ইয়াসিন আরাফাত: বাংলা  ভাষায়  কথা বলতে, পড়তে ও লিখতে পারেন, সিঙ্গাপুরে এমন একজনের সন্ধান পাওয়া গেছে। নাম তার স্টিভেন। নিউজ একুশে  প্রতিনিধি সাথে  পরিচয় হয় তার। অনায়াসে তিনি বাংলায় কথা বলতে পারেন। বাংলা ভাষা পড়তে ও লিখতে পারেন তিনি স্টিভেন বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করেন

নিউজ একুশে প্রতিনিধির সাথে সাক্ষাত হয় গত ১২ ফেব্রুয়ারি। সেখানকার ক্যাসিয়া পেনজুরু ওয়াক ওয়ার্কার মাইগ্রেন্ট রিক্রিয়েশন  সেন্টারে একটি সেমিনারে কথা হয় তার সাথে। তার  সাথে  কথা বলার সময় তিনি জানান, তিনি বাংলা ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে পারেন।

স্টিভেন জানান, তার বয়স  প্রায়  ৫০ বছর । সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করেন তিনি। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চার সদস্যের পরিবার  তার।  পরিবারেও বাংলা ভাষার চর্চা করছেন তিনি। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে  বাংলা  ভাষা আয়ত্ত করেছেন তিনি। স্টিভেন বসবাস করেন সিঙ্গাপুরের প্যাসিরিরিশ এলাকায়।

কথা বলার এক পর্যায়ে তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। ১৫/২০দিন সময় নিয়ে এসে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তিনি।  সমুদ্র  সৈকত কক্সবাজার, পাহাড়, কিশোরগঞ্জের হাওর, অল ওয়েদার সড়ক দেখতে চান তিনি। বাংলাদেশি খাবারও তার পছন্দ বলে জানান।

আপনার মন্তব্য করুন