ঢাকাবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালের নির্বাচনে লড়ছেন দুই বাংলাদেশি

প্রতিবেদক
-
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পর্তুগাল থেকে সাইফুল ইসলাম জনি: বিশ্ববিখ্যাত নাবিক ভাস্কোদাগামার জন্মভূমি, আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমী পর্তুগালপর্তুগালে এখন স্থানীয় নির্বাচনের ডামাডোল চলছে। রাজধানী লিসবন বন্দর নগরী পোর্তো মিউনিসিপ্যালিটির আসন্ন (২০২১২০২৫) সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই প্রবাসী। বর্তমান ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন তারা

রাজধানী লিসবনের সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার সন্তান পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সদস্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিনঅপরদিকে পর্তুগালের  দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী পোর্তোর সিটি নির্বাচনে লড়ছেন নোয়াখালী জেলার সন্তান সোশ্যালিস্ট পার্টি মহানগরের সদস্য বাংলাদেশ কমিউনিটি পর্তুর সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহ আলম কাজল

নির্বাচন বিষয়ে কথা বলতে গিয়ে রানা তসলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে বাংলাদেশী কমিউনিটির সুবিধার জন্য সম্ভব যা যা করার সবই তিনি করার চেষ্টা করবেনযাদের ভোটাধিকার রয়েছে তাদেরকে আগামী ২৬ সেপ্টেম্বর ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সকল প্রবাসীদের কাছে দোয়াও চেয়েছেন তিনি

অপরদিকে পর্তু সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি বংশোদ্ভুত রাজনীতিবিদ শাহ আলম কাজল সবার কাছে দোয়া ও ভোট প্রত্যাশা করেছেন। নির্বাচিত হলে তিনি কমিউনিটির সমস্যাগুলো সমাধানের চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য করুন