ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে সিআইএসএম চ্যাম্পিয়নশীপে নিকলীর সাঁতারু রোমানার ২য় স্থান অর্জন

প্রতিবেদক
-
ডিসেম্বর ১২, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাখী গোপাল দেবনাথ, নিকলী থেকে: জার্মানিতে অনুষ্ঠিত ৫৩তম ইন্টারন্যাশনাল মিলিটারি স্পোর্টস কাউন্সিল (সিআইএসএম) আয়োজিত ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশীপে কিশোরগঞ্জের নিকলীর সাঁতারু রোমানা আক্তার ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২য় হয়েছেন। তিনি সময় নিয়েছেন ২ মিনিট ৫২ সেকেন্ড ৯৭ পয়েন্ট।

গত ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত জার্মানির ওয়ারেনড্রপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশীপে এটি বাংলাদেশের ১ম পদক জয়। রোমানা আক্তার বাংলাদেশ সেনাবাহিনীর এমই কোরে সৈনিক পদে চাকুরিরত। ২০১৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। 

রোমানার বাড়ি নিকলী উপজেলা সদরের পুকুরপাড় গ্রামে। পরিবারে ভাই বোনের মধ্যে রোমানা সবার ছোট। রোমানার যখন ৭ বছর বয়স, তখন তার পিতা আবু খান মৃত্যুবরণ করেন। মাতা চাঁন বানু অনেক কষ্ট করে তাদের লালন পালন করেন।

নিকলী সুইমিং ক্লাবের কোচ জুবায়ের আহমেদ বলেন, ২০০৭ সালে নিকলী সুইমিং ক্লাবে রোমানা যোগদান করেন। তার মেধা ও পরিশ্রমই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সামনে আরো ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি

২০২৪ সালে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী টিম হতে ১০০ ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে জাতীয় রেকর্ড গড়েন রোমানা।

আপনার মন্তব্য করুন