ঢাকাসোমবার , ১২ জুলাই ২০২১
  1. – 99
  2. 1Win Brasil
  3. 1win Yüklə Android Apk Və Ios App 2023 əvəzsiz Indir Plant-based Products – 688
  4. 1xBet Azerbaycan Qeydiyyat Mobi AZ Yukle Elaqe Nomresi Benchmark Commercial Lending 157 – 233
  5. 1xBet giriş, güzgü 1 xBet Azərbaycanda rəsmi sayt – 673
  6. 1xbet Mobi Cihazlarınız Üzrə Mobil Tətbiqi Android Os Cihazlar üçün 1xbet Mobile Tətbiq – 186
  7. 1xbet Morocco
  8. casino
  9. Kazino Online Casino Official Site, Big Bonuses, Site Mirror, Casino Entrance, Payment Acceptance, Big Jackpot – 626
  10. mostbet apk
  11. mostbet az 90
  12. Mostbet Az-90 Kazino Azerbaycan Lap Yaxşı Bukmeyker Formal Saytı – 331
  13. mostbet azerbaijan
  14. mostbet kirish
  15. Mostbet Mobil Tətbiq: Azərbaycandan Olan Oyunçular üçün Icmal 2023 – 598
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন করে ১০০ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
-
জুলাই ১২, ২০২১ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (রবিবার রাত ১০ টা পর্যন্ত) ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৯৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৬ জন, হোসেনপুরে ৮ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ১৪ জন, কুলিয়ারচরে ৫ জন, ভৈরবে ৪ জন, বাজিতপুরে ৪ জন, ইটনায় ২ জন ও অষ্টগ্রামে ১ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান রবিবার রাত পৌনে ১২ টার দিকে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, ৬ জুলাই (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ১০ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ বক্ষব্যধি ক্লিনিক, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০০ জনের রেপিড এন্টিজেন টেস্টে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭ জন, সন্দেহজনক করোনায় ২  জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১১১ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৫১৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৬৮ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৪১ জন, হোসেনপুরে ৩২ জন, করিমগঞ্জে ৪৫ জন, তাড়াইলে ৪০ জন, পাকুন্দিয়ায় ৮৩ জন, কটিয়াদীতে ১০৪ জন, কুলিয়ারচরে ১৫ জন, ভৈরবে ১৩৫ জন, নিকলীতে ১০ জন, বাজিতপুরে ৩২ জন, ইটনায় ২৫ জন, মিঠামইনে ৪ জন ও অষ্টগ্রামে ১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৯৮ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৭০ জন।

গত ২৪ ঘন্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেননি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লক্ষ ২৭ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘন্টায় সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ  নিয়েছেন ৮০২। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৩০৭ জন। এছাড়া গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ৯৮৬ জন।

আপনার মন্তব্য করুন

error: কপি করা সম্পূর্ণ নিষেধ!!