নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি ৬৮১ বস্তা চালসহ আবুল কাশেম খান (৫৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার গভীর রাতে অভিযানটি চালানো হয়।
র্যাব সূত্র জানায়, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের ৫ নং পংপাচিহা এলাকায় এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সরকারি চাল গুদামজাত করে রেখেছে মর্মে জানতে পারে র্যাব। এর পরিপ্রেক্ষিতে র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খানের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় কিশোরগঞ্জ টু তাড়াইলগামী পং পাচিহা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশের একটি টিনসেড গুদাম থেকে ৬৮১ বস্তা সরকারি চালসহ গুদামের মালিক আবুল কাশেম খানকে গ্রেফতার করে। তিনি তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান আজ বুধবার সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আবুল কাশেম খান উক্ত চাল ক্রয়-বিক্রয়ের জন্য তার কাছে কোনপ্রকার বৈধ কাগজপত্র নেই বলে স্বীকার করেন। অধিক লাভের আশায় তিনি চালগুলো কিনেছেন বলে জানান। তাছাড়া চাল মজুদ ও বিক্রয়ের জন্য তিনি কোন প্রকার ট্রেড লাইসেন্সও দেখাতে পারেননি।
এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে র্যাব জানায়।