ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিবেদক
-
মে ১৩, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের এক গ্রুপের সম্মেলন এবং অপর গ্রুপের পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দু পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

উপজেলার হোসেন্দী ইউনিয়নের একটিভ একাডেমী মাঠ ও এর আশে পাশে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে থেমে থেমে বিকাল টা পর্যন্ত সংঘর্ষ চলে

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আলআমিন হোসাইন  জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে কোন পক্ষেই হতাহতের কোন খবর পাওয়া যায়নি

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল টার দিকে হোসেন্দী একটিভ একাডেমি মাঠে ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সোহরাব উদ্দিন। এর পাশেই হোসেন্দী মাঠে যুবলীগের পথসভার আয়োজন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দিন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু। আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ ছিল তাদের মধ্যে। তবে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই তাদের মধ্যে বিরোধিতার মাত্রা বেড়েই চলেছে। এর জের ধরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে

সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিনের পক্ষের সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ভিপি ফরিদ বলেন, আমাদের সম্মেলন চলাকালীন সময়ে সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা পুলিশের সহায়তায় হামলা করার চেষ্টা করলে আমরা প্রতিহত করি। তিনি আরও বলেন, আমাদের সম্মেলন হচ্ছে জেনেই তারা গণ্ডগোল করার জন্য সম্মেলনের স্থানের পাশেই যুবলীগের পথসভার আয়োজন করে সেখান থেকেই তারা আমাদের ওপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। আমরা তাদেরকে ধাওয়া করার পর তারা পালিয়ে যায়। পরে নির্ধারিত স্থানেই আমাদের সম্মেলন হয়

পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু জানান, পাকুন্দিয়ায় যতদিন পর্যন্ত সোহবারের অবৈধ কমিটি বাতিল না হবে, ততদিন এই ধরণের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলতেই থাকবে। তিনি বলেন, মূল কথা হলো সোহবারের অবৈধ কমিটি উপজেলার কোন সংগঠনই মেনে নিতে পারছে না। সোহবারের অবৈধ কমিটির প্রতিবাদে যুবলীগের নেতাকর্মীরা পথসভার আয়োজন করে বলে তিনি জানান। সেখানে তিনি প্রধান অতিথি ছিলেন উল্লেখ করে বলেন, যুবলীগের পথসভা চলাকালীন সময়ে সোহরাবের লোকজন সেখানে হামলা করে। এরপরই স্থানীয় বাসিন্দারাসহ যুবলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে গিয়ে অন্য জায়গায় সভা করে।

আপনার মন্তব্য করুন