নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫৫৫ বোতল ফেনসিডিল ও সাড়ে ২৩ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৫৫৫ বোতল ফেনসিডিল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় চারজনকে। তারা হলেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাব গ্রামের আব্দুল কাদির মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২০), একই উপজেলার কেন্দুয়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে সজিব মিয়া (২২), একই উপজেলার মাহনা গ্রামের শফিক মিয়ার মেয়ে ইভা আক্তার (১৯) ও চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার আসকারাবাদ গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে দিদার (৩৭)।
পরে একই স্থানে আরও একটি অভিযানে ২০ কেজি গাঁজা ও নগদ দুই হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচরা গ্রামের খুরশেদ তালুকদারের ছেলে শাহিন মিয়া (২৮)। তিনি বর্তমানে ঢাকার মিরপুর-২ বড়বাগ এলাকার কামাল মিয়ার বাসার ভাড়াটিয়া। অন্য দুজন হলেন নরসিংদী জেলার মাধবদী উপজেলার ভগিরথপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে আমিন (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের জাহের আলীর মেয়ে সুমা আক্তার (২০)।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার সাতজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।