নিউজ একুশে ডেস্ক: র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল ১৫ হত্যা ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি জুয়েল মিয়াকে (৩০) রিভলভার, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।
শনিবার বিকাল পৌনে ৬টার দিকে কুমিল্লা জেলার কোতোয়ালী থানার ২য় কান্দিরপাড় ট্রমা হাসপাতাল সংলগ্ন ৯০ নজরুল এভিনিউ এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের মৃত আবুল বাসারের ছেলে।
তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা ও মাদকের ১৫টি মামলা রয়েছে বলে র্যাব জানায়। এরমধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, জিজ্ঞাসাবাদে জুয়েল দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থান করে অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে স্বীকার করেছেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চকবস্তা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় একটি বিদেশি রিভলভার, দুই রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব জানায়।