বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন আজ বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
বিকাল ৩ টায় সম্মেলন উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল-হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকী সজীব।
গাজীরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. টিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী,
বাজিতপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন আশরাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুল হক বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জুলমত নূর, গাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জুয়েল, গাজীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারা বেগম ও বাজিতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো: শাহজাহান কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রাজু।
সম্মেলনে সভাপতি পদে গোলাম আল কাভী প্রত্যয় ও সাধারণ সম্পাদক পদে অন্তর ইসলাম আশরাফীকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে সভাপতি পদে তরিকুল ইসলাম সাব্বির, সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান জয় ও সাংগঠনিক সম্পাদক মো. রাকিব মিয়াকে নির্বাচিত করা হয়।