নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ তরুণকে গ্রেফতার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা সদরে ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে র্যাব। পরে গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।
ডাকাতির প্রস্তুতির জন্য ডাকাতদলটি কিশোরগঞ্জ শহরের মেথরপট্টি এলাকায় জড়ো হলে অভিযান চালায় র্যাব। অভিযানে গ্রেফতার করা হয় পাঁচজনকে। তারা হলেন সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে হাবুল মিয়া (১৭), একই ইউনিয়নের বুরুঙ্গারচর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে আব্দুল কাদের (১৭), লাল মিয়ার ছেলে মিশুক চালক সাকিব মিয়া (১৭), বিল্লাল মিয়ার ছেলে আরাফাত হোসেন রনি (১৭) ও খিলপাড়া গ্রামের হাবীবুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৬)। তাদের কাছ থেকে একটি ছুরি, একটি চেইন, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। অভিযানকালে আরও দুজন পালিয়ে গেছে বলে র্যাব জানায়।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার পাঁচজনকে ডাকাতদলের সদস্য হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পালিয়ে যাওয়া দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব জানায়।