অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে নতুন করে (শুক্রবার রাত ১০ টা পর্যন্ত) ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩৭৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, করিমগঞ্জে ৬ জন, তাড়াইলে ১১ জন, পাকুন্দিয়ায় ১১ জন, কটিয়াদীতে ৯ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ৩৭ জন, নিকলীতে ১ জন ও অষ্টগ্রামে ১ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, ১৩ জুলাই (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৫ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮০ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ জন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনসহ মোট ১১৮ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৮ জন, সন্দেহজনক করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৭ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১১৯ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন। এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৭৭৩ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৩ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭২৬ জন, হোসেনপুরে ৩৯ জন, করিমগঞ্জে ৫৫ জন, তাড়াইলে ৫৫ জন, পাকুন্দিয়ায় ১৩৫ জন, কটিয়াদীতে ১৬৭ জন, কুলিয়ারচরে ২৩ জন, ভৈরবে ১৭৮ জন, নিকলীতে ১৩ জন, বাজিতপুরে ৫১ জন, ইটনায় ২৭ জন, মিঠামইনে ১১ জন ও অষ্টগ্রামে ৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৬৬ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১১৭ জন।
গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৩ হাজার ৭৬৩ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লক্ষ ৫৫ হাজার ৭০৪ জন। গত ২৪ ঘন্টায় কেউ টিকা নেননি বলে জানা গেছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৩০৭ জন। এছাড়া গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৩ হাজার ২২৩ জন।