নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী (ফার্স্ট লেডি) রাশিদা খানম চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে। এর জন্য পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা বিশেষ করে ধর্মীয় জ্ঞান আহরণ করতে হবে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বরণ ও ডাক্তারি পোশাক পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হাওর জনপদে গণমানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ বিশেষ অবদান রাখছে বলে মন্তব্য করেন ফার্স্ট লেডি রাশিদা খানম।
মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক প্রফেসর ডা. সুফিয়া খাতুন, মিলাদ খান ও রাষ্ট্রপতির ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।
নবীন বরণ অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নের গতিধারা ভিডিও স্লাইডের মাধ্যমে প্রদর্শন করা হয়। পরে সভাপতি সকল ডিপার্টমেন্টের শিক্ষকদের পরিচিতি তুলে ধরেন।
উল্লেখ্য, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ এলাকায় ২০১৩ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ইচ্ছায় এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। দেশে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে এটি এখন অন্যতম। দেশীয় শিক্ষার্থী ছাড়াও বিদেশি শিক্ষার্থীরাও এ কলেজে লেখাপড়া করছেন।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে এমবিবিএসে ৯ম ব্যাচে ৯০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এরমধ্যে বিদেশী শিক্ষার্থী রয়েছেন ৩৮ জন।