হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে ২২২ জন বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মনসুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম,
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ভূইয়া, আব্দুর রহিম
প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, ২২২ জন জীবিত ও মৃত বীর মুক্তিযোদ্ধার নামে ইস্যুকৃত স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ প্রদান করা হয়েছে। এ ছাড়া নিহত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ডিজিটাল সনদপত্র দেওয়া হয়।