অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে করোনায় নতুন করে (শনিবার রাত ১০ টা পর্যন্ত) ২ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৯ জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ১২১ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৩৮৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে করিমগঞ্জে ২ জন, ভৈরবে ৩ জন, বাজিতপুরে ১ জন ও মিঠামইনে ৩ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শনিবার রাত সোয়া ১১ টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে যান্ত্রিক ত্রুটি থাকায় ঢাকা থেকে ল্যাব রিপোর্ট না আসায় আজ করোনার কোন ফলাফল প্রকাশিত হয়নি।
এদিকে ১৬ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জনসহ মোট ৫৫ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২০ জন, করোনায় ২ জন ও সন্দেহজনক করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৭৯ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১২১ জন। করোনা শনাক্তকৃত কিশোরগঞ্জ সদর উপজেলার ২৮ ও ৮০ বছর বয়সী দুজন পুরুষ গত শুক্রবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ৮৪৭ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪১৬ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৬০ জন, হোসেনপুরে ৩৯ জন, করিমগঞ্জে ৫৭ জন, তাড়াইলে ৫৫ জন, পাকুন্দিয়ায় ১৩৫ জন, কটিয়াদীতে ১৬৭ জন, কুলিয়ারচরে ২৩ জন, ভৈরবে ১৮১ জন, নিকলীতে ১৩ জন, বাজিতপুরে ৪২ জন, ইটনায় ২৭ জন, মিঠামইনে ১৪ জন ও অষ্টগ্রামে ৩ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩১৪ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ১০২ জন।
গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ১ হাজার ৪৪০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লক্ষ ৫৭ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘন্টায় সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ হাজার ৪৭২ জন। গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৫ হাজার ৬৯৫ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৩০৭ জন।