ঢাকাSaturday , 10 September 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধী মা ও শিশু ফিরে পেল আপন ঠিকানা

প্রতিবেদক
-
September 10, 2022 5:17 pm
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধী মা শিশু ফিরে পেয়েছে আপন ঠিকানাঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার।

শুক্রবার ( সেপ্টেম্বর) রাতে তাদেরকে উদ্ধার করে বাড়িতে পরিবারের কাছে পৌঁছে দেয় পুলিশ

পুলিশ জানায়, শুক্রবার উপজেলার পুমদি ইউনিয়নের জগদল বাজারে চার বছরের মেয়ে মরিয়মকে () শাসন করতে থাকেন মানসিক প্রতিবন্ধী মা ফারজানা (২৫) এমন অবস্থায় বাজারে উপস্থিত লোকজন অস্বাভাবিক শাসন করার কারণ জানতে চায় তার কাছে। তখন প্রতিবন্ধী মায়ের সাথে থাকা শিশুটি প্রকৃত অর্থেই তার নিজের কিনা সন্দেহ হয় লোকজনের। পরে পুমদি ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. আসাদ এবং কয়েকজন মিলে প্রতিবন্ধী মা এবং শিশুকে থানায় নিয়ে যান। পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু এবং নারী, শিশু প্রতিবন্ধী হেল্পডেক্সের নারী এসআই নাজমা আক্তার প্রতিবন্ধী মা এবং তার সাথে থাকা শিশুটিকে বিভিন্ন কৌশল অবলম্বনে জিজ্ঞাসাবাদ করেন। তখন প্রতিবন্ধী মা শিশুর আচরণ দেখে নিশ্চিত হন যে প্রতিবন্ধী মা প্রকৃত অর্থেই শিশুটির গর্ভধারিনী মা। এছাড়াও প্রতিবন্ধী মায়ের বিচ্ছিন্নভাবে প্রদত্ত তথ্যের সমন্বয়ে থানা পুলিশের ওই দল ধারণা করেন যে, তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর থানা এলাকায়। এমন তথ্য নিশ্চিত হওয়ার পরে পুলিশ মানসিক প্রতিবন্ধী মা এবং তার চার বছরের শিশুকন্যাকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাখরখিলা গ্রামে নিয়ে যায়। সেখানে স্থানীয় এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের উপস্থিতিতে পৌঁছে দেওয়া হয় পরিবারের লোকজন কাছে

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, থানা পুলিশের চেষ্টায় মানসিক প্রতিবন্ধী মা এবং তার চার বছরের শিশুকন্যা ফিরে পেয়েছে নিজ ঠিকানা।

আপনার মন্তব্য করুন