নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের পাঁচটি সদস্য পদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে চারটিতে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল উল্লেখ করা হলো।
১ নং আসনে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুন্নাহার লিপি (ফুটবল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফৌজিয়া জলিল (হরিণ প্রতীক) পেয়েছেন ১৩৯ ভোট। ৩ নং আসনে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. সেলিনা খানম (ফুটবল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শায়লা পারভীন সাথী (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৭৩ ভোট। ৪ নং আসনে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাছিমা আলম (মাইক প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদা আক্তার (বই প্রতীক) পেয়েছেন ১৫৬ ভোট। ৫ নং আসনে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসমা আহমেদ (টেবিল ঘড়ি প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইয়াছমিন (হরিণ প্রতীক) পেয়েছেন ১৩২ ভোট।
২ নং আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।