ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ জেলা পরিষদে মহিলা সদস্য নির্বাচিত হলেন যারা

প্রতিবেদক
-
অক্টোবর ১৭, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের পাঁচটি সদস্য পদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে চারটিতে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল উল্লেখ করা হলো।

১ নং আসনে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুন্নাহার লিপি (ফুটবল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফৌজিয়া জলিল (হরিণ প্রতীক) পেয়েছেন ১৩৯ ভোট। ৩ নং আসনে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. সেলিনা খানম (ফুটবল প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শায়লা পারভীন সাথী (টেবিল ঘড়ি প্রতীক) পেয়েছেন ৭৩ ভোট। ৪ নং আসনে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাছিমা আলম (মাইক প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈদা আক্তার (বই প্রতীক) পেয়েছেন ১৫৬ ভোট। ৫ নং আসনে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসমা আহমেদ (টেবিল ঘড়ি প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা ইয়াছমিন (হরিণ প্রতীক) পেয়েছেন ১৩২ ভোট।

২ নং আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য করুন