বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কমিটি গঠন ছাড়াই শেষ হলো কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের সম্মেলন।
আজ বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা পরিষদের অডিটরিয়ামে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও মতানৈক্য দেখা দেওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠন করা হয়নি। এ অবস্থায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে কমিটি গঠনের জন্য কেন্দ্রিয় কমিটির সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের ওপর দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
বৃহস্পতিবার বেলা ১২ টায় ডাক বাংলার মাঠে সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, কাজী মাজহারুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।