হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ইটের আঘাতে এক শিশু নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আব্দুল্লাহ (৮) হারেঞ্জা গ্রামের কফিল উদ্দিনের ছেলে। রবিবার রাত ১০ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল (১২) পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়া জানান, রবিবার বিকালে সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্র সাইফুলের সাথে খেলা করার সময় একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে আব্দুল্লাহর ঝগড়া হয়। এক পর্যায়ে সাইফুল ইট দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত করে। এতে আবদুল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
দক্ষিণ হারেঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা জানান, নিহত আব্দুল্লাহ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুল্লাহ এবং অভিযুক্ত সাইফুল দুজনই শিশু। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।