নিজস্ব প্রতিবেদক: ক্ষোভ আর হতাশা যেন পেয়ে বসেছে আর্জেন্টিনা শিবিরে। প্রিয় দলের হারকে মেনে নিতে পারছেননা সমর্থকরা। প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে যারা গর্ব করতেন, একটি হারে যেন সব চূর্ণ হয়ে গেছে। তাও আবার সৌদি আরবের মত দলের সাথে। জার্সিতে আগুন দিয়ে ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন কেউ। কেউ আবার সমর্থন পাল্টে বিপরিত শিবিরে অর্থাৎ ব্রাজিলকে সমর্থনের ঘোষণাও দিয়েছেন। এমনই পরিস্থিতি কিশোরগঞ্জে অনেক আর্জেন্টিনা সমর্থকের।
কাতার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে অঘটন দিয়ে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। ২-১ হেরে গেছে সৌদি আরবের কাছে। আর্জেন্টিনার পরাজয়ে বেজায় খুশি কিশোরগঞ্জের ব্রাজিল সমর্থকরা। ম্যাচ শেষ হওয়া মাত্ররই আনন্দ মিছিল বের করে ব্রাজিলিয়ান সমর্থক গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব তারা। এসবের মাঝে আনন্দ খুঁজে নিচ্ছেন একদল ফুটবলপ্রেমি।
আজ মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা ও সৌদি আরব। এ উপলক্ষ্যে কিশোরগঞ্জে আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে হারাল ২-১ গোলে, এবারের বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটালো সৌদি আরব।
খেলে শেষে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ওয়াসিমুদ্দিন মুসলিম ছাত্রাবাস ব্রাজিলিয়ান সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে একটি মিছিল বের হয়। মিছিল থেকে স্লোগান দেয়া হয়।
ব্রাজিলিয়ান সমর্থক রিয়াদুস সালেহিন রিয়াদ বলেন, ফুটবল মানেই ব্রাজিল। খেলা ও সাম্বা নাচে এক সাথে দেখা যায় ব্রাজিলের খেলাতে। সৌদি আরবের সাথে আজকে যা খেলেছে আর্জেন্টিনা তা দেখে আমিও হতাশ। এই দল নিয়ে বেশি দূর যেতে পারবে না। এর সাথে তিনি সৌদি আরবের খেলোয়াড়দের প্রশংসা করেন। শেষ পর্যন্ত যেভাবে লড়েছে সৌদি আরব, সেটা সত্যিই প্রশংসনীয় বলে তিনি মনে করেন। আর্জেন্টিনা হারায় বেজায় খুশি তিনি।
ব্রাজিলিয়ান সমর্থক মো. জাকির হোসেন বলেন, সৌদি আরব আমাদের বন্ধুপ্রতীম দেশ। সৌদি আরবের নান্দনিক ফুটবল খেলা আমাদের মন কুড়িয়েছে। তাই আমরা ব্রাজিলিয়ান সমর্থকরা আজ সৌদি আরবকে সাপোর্ট করেছি। তিনি বলেন, সৌদি আরব যা খেলেছে এই জয়টা তাদের প্রাপ্য ছিল। বিশেষ করে গোলকিপারের ভূমিকাটা অসাধারণ।
আর্জেন্টিনার ক্ষুদে সমর্থক পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের আরিফুল ইসলাম প্রিয় দলের হারে জার্সিতে আগুন ধরিয়ে দেন।
আরেক সমর্থক কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ছাত্র শরীফ আহমেদ আজকের খেলা দেখে হতাশা ব্যক্ত করেছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে আর্জেন্টিনা ছেড়ে কালকেই অনুষ্ঠানিকভাবে ব্রাজিলে যোগদান করবেন।
আর্জেন্টিনার সমর্থক আরিফুল ইসলাম উজ্জ্বল জানান, আমরা আশাবাদী প্রিয়দল আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। এবারের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচে আইরিশদের কাছে হেরেছিল। পরে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। কাতার বিশ্বকাপেও এমনই হবে। শেষে আর্জেটিনাই চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী তিনি।