নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রথমবারের মতো দশস্থানে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিকালে এগারসিন্দুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।
সভায় সভাপতিত্ব করেন এগারসিন্দুর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই (নি.) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এগারসিন্দুর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নূরুজ্জামান বাবু, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম জমশেদ আলী ও এগারসিন্দুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল ইসলাম শাহীন, এগারসিন্দুর ঈশাখাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, মঠখোলা বাজার বণিক সমিতির সভাপতি রিপন মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার বলেন, বিট পুলিশিংকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। সমাজের সকল শ্রেণি পেশার মানুষকেও অপরাধ দমনে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেকেই নিজের অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলে অপরাধ প্রবণতা কমে আসবে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হাসান রাজিব।
অপরদিকে পাকুন্দিয়া পৌরসভাসহ অন্য ইউনিয়নগুলোতেও একইসাথে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এরমধ্যে পাকুন্দিয়া পৌরসভার বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ নূরে আলম, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন, সুখিয়া ইউনিয়নে ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, নারান্দী ইউনিয়নের জেলা বিশেষ শাখা পুলিশের পরিদর্শক মো. মামুন অর রশিদ, হোসেন্দী ইউনিয়নে জেলা অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুক আহম্মেদ, চরফরাদী ইউনিয়নের জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ সামছুর রহমান, জাঙ্গালিয়া ইউনিয়নে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, বুরুদিয়া ইউনিয়নে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শফিকুল ইসলাম এবং চণ্ডিপাশা ইউনিয়নে ছিলেন পুলিশ পরিদর্শক মুহাম্মদ মোশারফ হোসেন।
মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।