ঢাকাThursday , 22 July 2021
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত

প্রতিবেদক
-
July 22, 2021 11:14 am
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে করোনায় নতুন করে (বুধবার রাত ১০ টা পর্যন্ত) ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮২৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৭ জন, হোসেনপুরে ১৬ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ১৪ জন, ভৈরবে ১২ জন ও বাজিতপুরে ২ জন।

সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ১৮, ১৯ ও ২০ জুলাই (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ২০ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া হোসেনপুর, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫৭ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন এবং এ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১২৯ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৩১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৬৯ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৪৮ জন, হোসেনপুরে ৯৬ জন, করিমগঞ্জে ৫০ জন, তাড়াইলে ৩৬ জন, পাকুন্দিয়ায় ১৬৬ জন, কটিয়াদীতে ২১৭ জন, কুলিয়ারচরে ৪২ জন, ভৈরবে ১৬৬ জন, নিকলীতে ১৭ জন, বাজিতপুরে ৭১ জন, ইটনায় ৩৪ জন, মিঠামইনে ২২ জন ও অষ্টগ্রামে ৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬১২ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৫৭ জন।

গত ২৪ ঘন্টায় টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৯০০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লক্ষ ৬৪ হাজার ৪৫৮ জন। গত ২৪ ঘন্টায় কেউ টিকা গ্রহণ করেননি বলে জানা গেছে। গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ২০ হাজার ২২০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাক্সিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ৩০৭ জন।

আপনার মন্তব্য করুন