করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে গাছ থেকে পড়ে এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে মেহগিনি গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত বকুল বেপারী (৫২) করিমগঞ্জ পৌর কৃষক লীগের ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি। তিনি পৌরসভার চরপাড়া এলাকার মৃত রসুল বেপারীর ছেলে এবং পেশায় গাছের ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে করিমগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে বুলবুল চৌধুরীর মেহগিনি গাছের ডাল কাটতে উঠেন বকুল বেপারী। ডাল কাটার এক পর্যায়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।