স্টাফ রিপোর্টার: আড্ডা, গান, কবিতা আর আলোচনায় এবার কিশোরগঞ্জ ভোরের আলো সাহিত্য আসরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কালীবাড়ি সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নোয়াখালী জেলা বিআরডিবির উপ পরিচালক হাফিজুর রহমান ভূইয়া। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এমরান আলী ভূইয়া।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক উপদেষ্টা এবং বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভূক্ত প্রথম শ্রেণির শিল্পী আবুল হাসেম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল একুশে নিউজের সম্পাদক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি এম. এ আজিজ, ভোরের আলো সাহিত্য আসরের সহ সভাপতি এম. এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, লায়ন জাহাঙ্গীর আলম, হীরা মিয়া, শাহীন মিয়া, সাকিব আল হাসান, জাবের রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মর্তুজ আলী মরতুজ, গান পরিবেশন করেন শিল্পী আবুল হাসেম, নিরব রিপন, মাজহারুল ইসলাম ও জহিরুল হাসান রুবেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক রেজাউল হাবিব রেজা।