বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: সম্মেলন অনুষ্ঠানের প্রায় এক মাস পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
এতে সভাপতি পদে বাজিতপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহ সভাপতি পদে বাজিতপুর উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক এইচ. এম মোক্তাদির নিজাম ও বাজিতপুর সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
২২ ডিসেম্বর জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও যুগ্ম আহ্বায়ক এ. কে. এম রুহুল আমীন খান আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন।
আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় কমিটিতে সিভিসহ জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বাজিতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল।
কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের কথা থাকলেও মতানৈক্য দেখা দেওয়ায় শেষ পর্যন্ত কমিটি গঠন করা হয়নি। এ অবস্থায় কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে কমিটি গঠনের জন্য কেন্দ্রিয় কমিটির সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের ওপর দায়িত্ব দেওয়া হয়।