ঢাকাশনিবার , ৩১ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পরিবারতন্ত্র, লুটপাটতন্ত্র, স্বৈরতন্ত্র এটাই একান্ন বছরের শাসনের ইতিহাস : খালেকুজ্জামান

প্রতিবেদক
-
ডিসেম্বর ৩১, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান বলেছেন, পরিবারতন্ত্র, লুটপাটতন্ত্র আর স্বৈরতন্ত্র এটাই হচ্ছে দেশের একান্ন বছরের রাজনৈতিক শাসনের ইতিহাস। একদল মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করছে, আরেকদল ধর্মের নামে ব্যবসা করছে। এগুলো শুধুমাত্র ক্ষমতাকে পাকাপোক্ত করার অপচেষ্টা।

তিনি আজ শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত জেলা বাসদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, একদল ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে যায়। আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার কাছে ধর্না দেয়। অথচ এরা জাতীয়তাবাদের কথা বলে। এই ভারতআমেরিকা কেউই আমার দেশের কল্যাণ চায়না। তিনি প্রশ্ন রাখেন, ভারতআমেরিকার কাছে নতজানু হয়ে দেশের মান সম্মান জলাঞ্জলি দিয়ে তারা কোন জাতীয়তাবাদ কায়েম করতে চায়?

খালেকুজ্জামান বলেন, তাদের রাজনীতিতে নীতি আদর্শ বলতে এখন আর কিছুই নেই। তারা রাজনীতিকে বানিয়েছে খেলা। এদের হাতে দেশ, গণতন্ত্র, জনগণ, জাতি নিরাপদ হতে পারেনা। এদের ভাষা স্বেচ্ছাচারী, এদের আচরণ স্বৈরাচারী। একান্ন বছর ধরে তারা যেভাবে দেশ শাসন করছে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ধারে কাছেও এরা নেই। জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও স্বার্থকে এরা জলাঞ্জলি দিচ্ছে। নীতি আদর্শের প্রশ্নে শত বছর অপেক্ষা করতে হলেও বাসদ আপোষ করবেনা উল্লেখ করে তিনি বলেন, আমরা আদর্শের প্রতি অবিচল থেকে সংগ্রাম করে যাব

এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট শফীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ইমাম হোসেন

সম্মেলনে এডভোকেট শফীকুল ইসলামকে আহ্বায়ক ও এডভোকেট মাসুদ আহম্মেদকে সদস্য সচিব করে দুই বছরের জন্য জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন আবদুল হাই, সাজেদুল ইসলাম সেলিম, বিক্রম বাসুদেব রূপক, নজরুল ইসলাম,  হরিলাল, আসাদ মিয়া, জুনায়েদুল ইসলাম,  এমএ সালাম, এডভোকেট সোহেল রানা, আব্দুর রহমান রুবেল, বেনু চন্দ্র ঘোষ ও খালেদা আক্তার।

আপনার মন্তব্য করুন