বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান ও সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।