কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুপক্ষের সংঘর্ষে শাহ আলম (২০) নামে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত শাহ আলম আগরপুর হারিয়াকান্দা গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক ঈদআনন্দ উপভোগ করতে একটি অটোরিকশায় করে উচ্চস্বরে গান বাজিয়ে বড়চর গ্রাম থেকে হারিয়াকান্দা গ্রামের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি রামদি ফিড মিলের সামনে পৌঁছলে রামদি এলাকার কয়েকজন ছেলে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে তিনজন আহত হয়। আহতদের মধ্যে শাহ আলমকে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন একই গ্রামের মস্তু মিয়ার ছেলে জীবন (২২) ও অলি মাহমুদের ছেলে আসাদুল্লাহ (২১)।
আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।