ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে প্রজন্ম ৭১ আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবেদক
-
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে প্রজন্ম ৭১ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

সাইফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, শহিদ জায়া বীর মুক্তিযোদ্ধা ঊষা রাণী দেবী, শহিদ তনয় মুক্তিযুদ্ধের গবেষক ও দৃশ্যপট ’৭১ এর সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, প্রজন্ম ৭১ কেন্দ্রিয় কমিটির সভাপতি আসিফ মুনীর, সহ সভাপতি ড. শেখ সালমা নার্গিস, সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও এডভোকেট বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী মোর্তজা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য এ. কে. এম তারেক, শিবলী মোহাম্মদ, কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, সাংবাদিক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, শহিদ তনয় জামিল আনসারি, গৌরী রাণী দেবী, শামছুজ্জামান ভূঞা রিটু, আক্তারুজ্জামান ভূঞা রিপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহিদ তনয় বিশিষ্ট ছড়াকার হারুন আল রশীদ।

এর আগে হারুন আল রশীদকে আহ্বায়ক, সাইফুর রহমান খান ও শামছুজ্জামান ভূঞা রিটুকে যুগ্ম আহ্বায়ক, আক্তারুজ্জামান ভূঞা রিপনকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন জামিল আনসারি, মঞ্জুরুল হক হীরা, আসাদুজ্জামান রুমেল, গৌরী রাণী দেবী, জগজীবন লাল রায়, ওমর ফারুক ভূঞা, সুরাইয়া আক্তার হেনা, আসাদুজ্জামান সোহেল, মোজাম্মেল হক ও শওকত আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শের বাতিঘর মুক্তিযুদ্ধের শক্তিকে টিকিয়ে রাখতে হবে। আমাদেরকে আদর্শের কথা বলতে হবে। আমার সন্তান যেন জানতে পারে মুক্তিযুদ্ধের চেতনার কথা, বাঙালির কথা। সন্তানদেরকে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা দিতে হবেপরিশুদ্ধ রাজনীতি করতে হবে।

তারা আরও বলেন, যেখানেই মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হয়, সেখানেই প্রতিবাদ করতে হবে। কারণ এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। প্রজন্ম একাত্তর দৃঢ়চিত্তেই মুক্তিযুদ্ধের চেতনার শক্তির পক্ষেই থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

আপনার মন্তব্য করুন