ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবের প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ আর নেই

প্রতিবেদক
-
এপ্রিল ৯, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবের প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ (৭৪) আর নেই। শনিবার রাত দেড়টার দিকে অসুস্থাবস্থায় হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি স্ত্রী, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন

বশীর আহমেদ ভৈরবপুর দক্ষিণ পাড়া হাজী নুর মোহাম্মদ ব্যাপারী বাড়ির হাজী ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। 

রবিবার (৯ এপ্রিল) জোহরের নামাজের পর ভৈরব সরকারি কেবি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হয়।

প্রবীণ সাংবাদিক বশীর আহমেদ পাকিস্তান আমলে সংবাদ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ প্রায় ৫০ বছর পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রাম বাংলা নামের একটি স্থানীয় পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পরও জীবদ্বশায় তিনি সাংবাদিকতাই করে গেছেন। ১৯৬৮ সালে ভৈরব প্রেসক্লাব প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেন তিনি। তিনি প্রায় ৩৫ বছর ভৈরব প্রেসক্লাবের সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ভৈরব প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি ভৈরব শাখা গঠনে জোরালো ভূমিকা পালন করেন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটি কাজের সফলতায় ভৈরব শাখাকে একাধিকবার পুরস্কৃত করেছে। দীর্ঘদিন সংস্থার দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ভৈরব শাখায় দীর্ঘদিন কাজ করে পেশাগত উৎকর্ষতা সাধন করেন। দুর্নীতি দমন কমিশনের সদস্য হয়ে ভৈরবে বেশ বছর কাজ করেছেন। ভৈরবে শিক্ষা উন্নয়ন পরিষদেও দায়িত্ব পালন করেন। জিল্লুর রহমান মহিলা কলেজের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি ভৈরব হাজী আসমত কলেজের শিক্ষানুরাগী সদস্য। ভৈরব ওস্তাদ ইসরাইল খান সঙ্গীত নিকেতনের উপদেষ্টা সদস্য, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি শিল্প বণিক সমিতির সহসভাপতির দায়িত্বও পালন করেন।

বশীর আহমেদ এর স্ত্রী তাসলিমা বেগম একজন শিক্ষিকা, তার একমাত্র ছেলে দিমান আহমেদ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন একমাত্র মেয়ে নাফিসা নায়ার একজন ডাক্তার। 

বশীর আহমেদ এর মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সায়দুল্লাহ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হুমায়ুন কবির গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও সাংবাদিক বশির আহমেদ এর মৃত্যুতে ভৈরব প্রেসক্লাবসহ ভৈরব সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য করুন