নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন চারজন। আজ সোমবার ভৈরব ও কটিয়াদী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
ভৈরবে ট্রাকচাপায় ফয়েজ মুহুরি (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভৈরব শহরের হাজী আসমত সরকারি কলেজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাজী আসমত সরকারি কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক ফয়েজ মুহুরিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এম্বুলেন্সে করে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজাম্মেল হক।
অপরদিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে গাংকুলপাড়া নামক স্থানে একটি মালবাহী পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ চার আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।