নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের নিকলীতে দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে আজ সোমবার (১ মে) জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানের নেতৃত্বে নিকলী উপজেলার কারপাশা এলাকার দরিদ্র কৃষক আল আমিন মিয়াসহ কয়েকজন কৃষককের ৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের এমন উদ্যোগ ইতোমধ্যেই প্রসংশা কুঁড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন, ছাত্রলীগের এমন উদ্যোগ অব্যাহত থাকলে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে, সংগঠনটির প্রতিও নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে।
জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গেল বছরের তুলনায় এ বছরও কিশোরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এমতাবস্থায় দলীয় নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ। তারা আরও জানান, যে সকল দরিদ্র কৃষক ভাইয়েরা শ্রমিকের মজুরির অভাবে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেননা, তাদের খোঁজ নিয়ে জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে। আমরা শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষক ভাইদের পাশে দাঁড়িয়েছি। পুরো ধান কাটার মৌসুমে কৃষকদের পাশে থাকবো।
এ বিষয়ে কারপাশা এলাকার কৃষক আল আমিন মিয়া বলেন, আমরা দরিদ্র কৃষক। এবার ধান উৎপাদনে খরচ অনেক বেশি হয়েছে। এ সময়ে একদিকে যেমন ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে মজুরিও অনেক বেশি। আমাদের ৫ বিঘা জমির ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে।
কারপাশা ইউনিয়নের গৌরিপুর গ্রামের কৃষক মো. আবদুর রাশিদ জানান, আমরা হাওরের মানুষ সবসময়ই দুশ্চিন্তায় থাকি, কোন সময় উজানের ঢল এসে আমাদের একমাত্র ফসল নিয়ে যায়। এখন শ্রমিকের সংকট। সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত। সে সময়ে ছাত্রলীগ আমাদের পাশে দাঁড়িয়েছে। এজন্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধান কাটার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।