নিউজ একুশে ডেস্ক: তেলের ড্রামে করে গাঁজা পাচারের সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। জব্দ করা হয়েছে ৩৩ কেজি গাঁজা, একটি পিকআপ ও নগদ চারহাজার টাকা।
র্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল শুক্রবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি আশুগঞ্জের সোহাগপুর এলাকার একটি রাইস মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় একটি পিকআপ তল্লাশি চালিয়ে ১৬টি তেলের ড্রামের মধ্যে ৩৩ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেফতার করা হয় দুজনকে। তারা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ভূইয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ফরহাদ মিয়া (২৫) ও একই গ্রামের আসাদুজ্জামান আজাদের ছেলে শাকিব মিয়া (২১)।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মাদকের এ চালানটি কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া থেকে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলেন। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।