নিউজ একুশে ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়
সুধী সমাবেশ ও গ্রীলপার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) “ভিয়েনা মুসলিম সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিয়েনা মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুরাদুল আলমের সভাপতিত্বে ও মাসজিদুল ফালাহ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভিয়েনা মুসলিম সেন্টারের উন্নতি, অগ্রগতি, ভবিষৎ পরিকল্পনা, অস্ট্রিয়ায় ইসলামের সাংবিধানিক স্বীকৃতি, ১৯৭১ থেকে ২০৭১ অস্ট্রিয়াতে সম্ভাব্য মুসলিম জনশক্তি ও বাংলাদেশি মুসলিম জনশক্তির পরিসংখ্যান, এশিয়ান ইসলামিক কমিউনিটি, মুসলমানদের প্রতিষ্ঠান “ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া” ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ভিয়েনা মুসলিম সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান, ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া এর সুপ্রিম কাউন্সিল মেম্বার ভিয়েনাস্ত জাতিসংঘে কর্মরত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিয়েনা মুসলিম সেন্টারের ভাইস চেয়ারম্যান ভিয়েনাস্ত জাতিসংঘে কর্মরত মাহেরুল হক শামীম। আরও বক্তব্য রাখেন ভিয়েনা মুসলিম সেন্টারের সেক্রেটারি ইঞ্জিনিয়ার রবিউল আলম শাহীন, মাসজিদুল ফালাহ এর সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবু মুসার কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে পাকিস্তান, আফগানিস্তান, চেচনিয়া, মিশরের মুসলিম নেতৃবৃন্দ, বাংলাদেশি কমিউনিটি লিডার মাহবুবুর রহমান, ইকবাল মুস্তারী, সায়েদুর রহমান বকুল, আব্দুল মান্নান, মাসুদুর রহমান, রুহুল আমিন, রুস্তম আলী ফরহাদ, হেলাল উদ্দিন, লিয়াকত আলী, জাহাঙ্গীর হোসাইন, সামসুল ইসলাম, মামুনসহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটির নেতৃত্বে গড়ে ওঠা একমাত্র প্রতিষ্টান “ভিয়েনা মুসলিম সেন্টার“ যা ক্রয়কৃত সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশী কমিউনিটিসহ ভিয়েনায় বসবাসকারী বিভিন্ন দেশের মুসলমানদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।