ঢাকাFriday , 10 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভিয়েনায় মুসলিম সেন্টারে অ্যাপার্টমেন্ট মালিকদের সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
-
November 10, 2023 8:50 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশি মসজিদ, ভিয়েনা মুসলিম সেন্টার মিলায়নতনে বুধবার ( নভেম্বর) ভবনটির অ্যাপার্টমেন্ট মালিকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রায় ৬০ জন অস্ট্রিয়ান নারিপুরুষ উপস্থিত ছিলেন যাদের প্রায় ৮০ ভাগই অন্য ধর্মাবলম্বি। সভায় বিভিন্ন বিষয়ে আলাপের সঙ্গে ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরা হয় মিলায়নতনে লম্বা দেয়ালের দুইপাশে জার্মান ভাষায় ইসলামের মাহাত্ম, ত্যাগ, সৌন্দর্য, প্রতিবেশির প্রতি দায়িত্ব, মানবতার সেবায় ইসলাম  ইত্যাদি  বিষয়ে কুরআনের আয়াত, সহিহ হাদিসের পোস্টার লাগিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয়। উপস্তিত অতিথিরা ইসলামের সৌন্দর্য, আয়োজকদের আন্তরিকতা এবং আপ্যায়নে মুগ্ধ হন। তাদের মন মানসিকতায় ইসলাম মুসলিম সমাজ এবং মসজিদ নিয়ে যেসব ভুল ধারণা ছিল, যা সভায় শেয়ার করেন আলোচনার মধ্য দিয়ে তাদের ভুল ধারণার অবসান হয়েছে। এতে তারা বিমোহিত। একজন অমুসলিম নারী অতিথি তার অ্যাপার্টমেন্ট কেনার আগে ইসলাম এবং মসজিদ সম্পর্কে ভুল ধারণার কথা সভায় শেয়ার করেন এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি তিনি আজ বিমোহিত এখানে আবারো আসার আগ্রহ প্রকাশ করেন তিনিআয়োজকদেরকে তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

সভা শেষে অ্যাপার্টমেন্ট মালিকদের প্রতিনিধি ক্রিশ্চিয়ান ভাইসউদিল এবং উপস্তিত সকলেই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী এম হাসিম,  মুরাদুল আলম, হাবিবুর রহমান আবু মুসাকে

ভিয়েনার যে ভবনের নীচে ইসলামের শান্তির বাণীর চর্চা করা হয়, সেই ভবনে বসবাসকারী অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পাওয়ায় আয়োজকরা মহান  আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন।

আপনার মন্তব্য করুন