ইয়াসিন আরাফাত, সিঙ্গাপুর থেকে: সিঙ্গাপুরে প্রবাসীদের একমাস ব্যাপী ‘ট্রানসেন্ড বর্ডারস’ নামে ইংরেজি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সেখানকার ক্যাসিয়া পেনজুরু ওয়াক ওয়ার্কার মাইগ্রেন্ট রিক্রিয়েশন সেন্টারে প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হয়।
তামান জুরং ইয়থ নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত এ কোর্সে প্রশিক্ষণার্থী ছিল ১২জন। আর প্রশিক্ষক ছিলেন ১৫জন। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চলে প্রশিক্ষণ। সপ্তাহের প্রতি শনিবার ক্লাস হয়েছে। প্রতিদিন পাঁচজন করে প্রশিক্ষক ক্লাস নিতেন। প্রশিক্ষণে প্রবাসী বাংলাদেশি ও ভারতীয়রা অংশগ্রহণ করেন।
বাংলাদেশি প্রশিক্ষণার্থী রাকিবুল হাসান জানান, তিনি দুইবছর আগে সিঙ্গাপুরে এসেছেন। প্রশিক্ষণে অংশ নিয়ে তিনি এখন ভালোভাবে ইংরেজি লিখতে ও পড়তে পারেন। রাকিবুল হাসান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের সন্তান। বাংলাদেশি প্রশিক্ষক মহসিনুল মাহিম সিংগাপুরের নাগরিক। তিনি প্রবাসীদের প্রশিক্ষণ দিতে পেরে খুবই আনন্দিত বলে জানান। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো, প্রবাসীরা যেন ভালোভাবে ইংরেজি পড়তে ও লিখতে পারে।
এই কোর্স পরিচালনার দায়িত্ব পালন করেন নরিন এনজি। তিনি বলেন, প্রবাসীরা যেন ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি পড়তে ও লিখতে পারে, সে বিষয়ে তাদেরকে পাঠদান করা হয়েছে। শিক্ষকের মধ্যে আরো যারা ছিলেন তাদের মধ্যে শিন হিয়েন তান, প্রীতম সাহা, এন জি শান ইয়েই প্রমুখ উল্লেখযোগ্য।
প্রবাসীদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলতে হাতে কলমে শিক্ষাদান করাই এই কোর্সের উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা।