হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মণ, ইউপি সচিব লিটন চন্দ্র পাল ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হানিফ হাসান।
সভায় ১৮টির অধিক সেবা জন্ম সনদের ব্যবহার বাধ্যতাম‚লক, ৪টি ক্ষেত্রে মৃত্যু সনদ অত্যাবশ্যক বিষয়ে ওপর আলোচনা হয়।