হোসেনপুর (কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলতি বছরের হালনাগাদ ছবিসহ ভোটার তালিকায় নতুন নিবন্ধিত ভোটার হয়েছেন ১৩৩২১জন। এর মধ্যে নিবন্ধিত পুরুষ ভোটার ৬৫৮০ জন এবং মহিলা ভোটার ৬৭৪১ জন। নিবন্ধিত ভোট বৃদ্ধির হার ৮.৭৯%।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৪ অক্টোবর ছিল ছবিসহ ভোটার তালিকা নিবন্ধনের শেষ তারিখ।
পৌরসভা ও ইউনিয়নগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড তৈরির জন্য মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় হালনাগাদের পূর্বে মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৫১ হাজার ৫৩৯ জন।
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ছবিসহ ভোটার তালিকা নিবন্ধনের কাজ শান্তিপূর্নভাবে শেষ হলেও নির্বাচন অফিসে অনলাইনে আবেদনসাপেক্ষে এ প্রক্রিয়া চলমান থাকবে।