নিউজ একুশে ডেস্ক: ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার একটি গুরুত্বপূর্ণ সংস্থা “এশিয়ান ইসলামিক কমিউনিটি” এর উদ্যোগে গত ৭ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আফগান বংশোদ্ভুত অস্ট্রিয়ান তরুণের সঞ্চালনায় “এশিয়ান ইসলামিক কমিউনিটি” এর চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার এম এ হাসিমের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট তুর্কিশ বংশোদ্ভুত অস্ট্রিয়ান অমিত ভুরাল, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ও ভিয়েনার মেয়র ড. মিকায়েল লুডভিগ এর প্রতিনিধি ইরাকি বংশোদ্ভুত অস্ট্রিয়ান ডিপ. ইঞ্জিনিয়ার ওমর আল রাবী।
স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ হাসিম বলেন, “এশিয়ান ইসলামিক কমিউনিটি” অস্ট্রিয়ায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এর মসজিদ সমূহের একটি সংস্থা, যা ফেডারেল চ্যান্সেলারি (বুন্ডেস কানসলার আমত) কর্তৃক অনুমোদিত এবং অস্ট্রিয়ান পাবলিক আইনের অধীনে একটি স্বাধীন কর্পোরেশন। তিনি আরও উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অস্ট্রিয়ায় মুসলমানদের আইনি মর্যাদা অনন্য। ১৯১২ সালে, অস্ট্রিয়া সাংবিধানিকভাবে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয় এবং ১৯৭৯ সালে ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়াকে এই দেশের মুসলমানদের জন্য সরকারি প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। অন্যান্য আইনগতভাবে স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের (যেমন প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক এবং ইহুদি) মতো মুসলিমদের একই অধিকার প্রদান করা হয়। অস্ট্রিয়ান সরকার অস্ট্রিয়ার ২২২১ স্কুলে প্রায় ৮০০০০ মুসলিম শিশুকে পড়াচ্ছেন এবং প্রতিটি স্কুলে ইসলামিক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়েছেন সরকারি অর্থায়নে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৌদি সরকার পরিচালিত ভিয়েনা ইসলামিক সেন্টার এর ডাইরেক্টর, ইমাম, টার্কিশদের চারটি সর্ববৃহৎ ইসলামিক কমিউনিটির সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভিয়েনা বেসড ইউ এন এন্ড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এ কর্মরত ইন্ডিয়ান, মালেয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, সিরিয়ানসহ অনেক দেশের মুসলিম ডিপ্লোম্যাট।
তাছাড়া অস্ট্রিয়ায় বসবাসরত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ যথা উইগোরিয়ান চাইনিজ, পিলিপিন্স, মিয়ানমার, আরাকান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, মুসলিম কমুনিটির নেতৃবৃন্দ।
অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ এশিয়ান কমিউনিটি কর্তৃক এত সফল সুন্দর ব্যতিক্রম একটি ইফতার মাহফিল আয়োজন করার জন্য “এশিয়ান ইসলামিক কমিউনিটি” এর চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার এম এ হাসিমকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন ভিয়েনা মুসলিম সেন্টার ও মাসজিদুল ফালাহর মাহেরুল হক শামীম, মোরাদুল আলম, হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমদ, ইঞ্জিনিয়ার রবিউল আলম, সায়েদুর রহমান বকুল ও রাসেল, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মামুন হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান, মাসুদুর রহমান, মোহাম্মদ ইকবাল মুস্তারী, সামসুল ইসলাম প্রমুখ।