সিঙ্গাপুর থেকে ইয়াছিন আরাফাত: ইন্ডিয়ান মুসলিম ফেডারেশনের উদ্যোগে সিঙ্গাপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিঙ্গাপুরের পেনজুরু মাইগ্রেন্ট ওয়ার্কার্স রিক্রিয়েশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রবাসীদের সঙ্গে সেখানকার স্থানীয় সংসদ সদস্য ওয়ান রিজাল অংশগ্রহণ করেন।
ইন্ডিয়ান মুসলিম ফেডারেশনের প্রতিনিধি ভারতীয় বংশোদ্ভুত সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তারিক জানান, দীর্ঘদিন যাবত কোভিডের কারণে লোকজন বাইরে ইফতার করতে পারেননি। এ বছর আমরা বড় আকারে ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা এত মানুষ একসঙ্গে ইফতার করতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।
তারা আরও জানান, স্থানীয় সংসদ সদস্য ওয়ান রিজাল প্রবাসীদের সঙ্গে ইফতার করেন এবং ইফতারের আগে তিনি প্রবাসীদের খোঁজ খবর নেন। ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ২০ থেকে ৩০ জন প্রবাসী। তাদের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার মফিজ উদ্দিন, ঢাকার কেরাণীগঞ্জের শরীফ হোসেন, নোয়াখালীর হাফিজ ও ইউসুফ, নরসিংদীর সুমন, বরিশালের কাইয়ুম প্রমুখ। সিঙ্গাপুর পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করে।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার মফিজ উদ্দিন প্রায় ১৪ বছর ধরে সিঙ্গাপুরে চাকরি করছেন। তিনি জানান, কোভিডের কারণে আমরা তিন বছর রুমের বাইরে ইফতার করতে পারিনি। এখন সকলেই একসঙ্গে ইফতার করতে পেরে খুবই ভালো লাগছে। এজন্যে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
ইফতার মাহফিলে আসা বাংলাদেশি মাসুদ রানা বলেন, সিঙ্গাপুর প্রবাসীদের সঙ্গে সংসদ সদস্য ওয়ান রিজাল ইফতারে অংশগ্রহণ করায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।
ইফতার মাহফিলে সিঙ্গাপুর, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এখানে প্রতিদিন প্রায় এক হাজার মুসল্লি একসঙ্গে তারাবীর নামাজ আদায় করে থাকেন।