ঢাকাThursday , 13 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ কর্তৃক মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতার

প্রতিবেদক
-
April 13, 2023 5:52 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগ ভিয়েনার পৌর প্রশাসনের প্রধান কার্যালয় ভিয়েনা সিটি হলে ১২ এপ্রিল মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করেন।

অস্ট্রিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডক্টর লুডভিগ স্বাগত বক্তব্যের শুরুতে সাদর অভ্যর্থনা জানান প্রধান অতিথি ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অমিত ভুরালসহ ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে। সামাজিক, রাজনৈতিক, কোভিড ক্রাইসিস এর মত জাতীয় সমস্যায় ভিয়েনা সিটি মেয়রের সাথে সহযোগিতামূলক কাজ করার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া ও বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল মেম্বারগণ, ভিয়েনার পার্লামেন্ট মেম্বার ডিপ. ইঞ্জিনিয়ার ওমর আল রাবী ও আসলিহান বজাতেমার ছাড়াও টার্কিশ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

“এশিয়ান ইসলামিক কমিউনিটির” চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার
সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার এম এ হাসিম উক্ত মাহফিলে আমন্ত্রণের জন্য ভিয়েনার মেয়র ডক্টর মিকায়েল লুডভিগকে এশিয়ান ইসলামিক  কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার মন্তব্য করুন