বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে ১০১১ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ১০ টার দিকে অভিযানটি চালায় বাজিতপুর থানা পুলিশের একটি দল।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সজীব সাহা অভিজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি দল বাহেরবালি খেয়াঘাটে অভিযান চালায়। এ সময় ১০১১ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন বাজিতপুর উপজেলার পুরাকান্দা (মাইজচর) গ্রামের ইব্রাহিম মিয়াজির ছেলে জামান মিয়াজি (২৫) ও একই গ্রামের আক্কেল আলীর ছেলে মাকসুদুল হাসান ওরফে মাসুম (২৫)।
এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আপনার মন্তব্য করুন