হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চোরাই গরুসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ মাধখলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালিয়াপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে আবুল হাসিম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে হোসেনপুর সরকারি কলেজের প্রভাষক পার্থপ্রতীম ভট্টাচার্যের দুটি গরু মাধখলা গ্রামের বাড়ি থেকে চুরি হয়। এ সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার এসআই (নি:) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় রবিবার রাতে হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে গরুসহ দুজনকে আটক করে। গ্রেফতার জহিরুল ইসলামের কাছ থেকে গরু বিক্রির এক লক্ষ তিন হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান টিটু জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।