অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঘূর্ণিঝড়ে ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। আজ বুধবার সকালে ঘূর্ণিঝটি বয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় শুরু হয়। ঘূর্ণিঝড় শুরুর এক মিনিটেরও কম সময়ের মধ্যেই অষ্টগ্রাম সদর উপজেলার ছয়টি ঘর বিধ্বস্ত হয়। ঘূর্ণিঝড়ে শতাধিক গাছ পালাও ভেঙ্গে পড়ে।
অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, এক মিনিটেরও কম সময়ের ঘূর্ণিঝড়ে ছয়টি ঘর বিধ্বস্ত ও শতাধিক গাছপালা ভেঙ্গে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
আপনার মন্তব্য করুন